পরিচিতি
হযরত শাহআলী বোগদাদী (রঃ) এর পূণ্য ভূমি, মিরপুর-১ ঢাকায় অবস্থিত মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিঃ। প্রতিষ্ঠানটি ৫ম তলা বিশিষ্ট একটি পাকা সুপার মার্কেট। নিচ তলার এসি মার্কেটসহ সমগ্র মার্কেট কেনা-কাটার একটি নির্ভরযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ী-মুসল্লিগণের জন্য ৬ষ্ঠতলায় রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত মসজিদ। আছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা। সোসাইটির বর্তমান ২৮-০৮-২০২৪ পর্যন্ত সদস্য সংখ্যা ১২১৮(বারোশো আঠারো) জন এবং দোকান সংখ্যা প্রায় ১৫০০ টি।